নিউইয়র্কসহ আমেরিকায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ তথা এবিপিসির ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে ৭ মার্চ। ৩১ জানুয়ারি অনুষ্ঠিত এবিপিসির কার্যকরী কমিটির বৈঠকে আরো জানানো হয় যে, নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘সানাই পার্টি হলে’ ইফতার মাহফিলে কম্যুনিটির বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ ছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণকে আমন্ত্রণ জানানো হবে। ক্লাব সদস্য-কর্মকর্তাগণ থাকবেন সপরিবারে।
এবিপিসির সভাপতি রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি শাহ ফারুকের সঞ্চালনায় ইফতার মাহফিল এবং অন্যান্য বিষয়ে আলোচনা করেন লাবলু আনসার, আলিম খান আকাশ, আনিসুর রহমান, কানু দত্ত, অনিক রাজ, নুরুন্নাহার নিশা খান, অজিৎ ভৌমিক প্রমুখ। এ সময় ইতিপূর্বে সম্পন্ন থ্যা্কংসগীভিং পার্টি সাফল্যমন্ডিত করতে সকলের আন্তরিক সহযোগিতার কথা স্মরণ করা হয়। একই চেতনায় ইফতার মাহফিলকেও অনন্য একটি অনুষ্ঠানে পরিণত করার সংকল্প ব্যক্ত করেন ক্লাবের সদস্য-কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এএ