খুলনায় ১৫ ফেব্রুয়ারির মধ্যে মহানগর বিএনপির সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে। মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, সম্মেলনের প্রস্তুতি হিসেবে এর মধ্যে ওয়ার্ড ও থানা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ১৫ জানুয়ারির মধ্যে নগরীর ৩১টি ওয়ার্ড ও তিনটি ইউনিয়ন কমিটির পদবিন্যাস করা হবে। এরপর ২৫ জানুয়ারির মধ্যে নগরীর পাঁচটি থানার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। ৮ জানুয়ারি রাতে মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের পর থেকেই নানা প্রতিকূলতার মধ্যে সময় পার হয়েছে। গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠা করতে ওয়ার্ড ও থানা পর্যায়ে আহ্বায়ক কমিটি ভোটের মাধ্যমে নির্বাচিত করে দৃষ্টান্ত স্থাপন করেছে খুলনা মহানগর বিএনপি।
তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে খুলনা মহানগর বিএনপির সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে সম্মেলনের বিষয়ে সাংগঠনিক প্রস্তুতি শুরুর কথা জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা। সভা থেকে সাবেক বিএনপির ব্যানারে খুলনা বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। জানা যায়, নগর বিএনপিতে নেতৃত্বের বিরোধ পুরনো। ২০২১ সালের ৯ ডিসেম্বর নগর বিএনপির শীর্ষনেতা নজরুল ইসলাম মঞ্জুসহ সিনিয়র নেতাদের বাদ দিয়ে শফিকুল আলম মনাকে আহ্বায়ক করে নতুন আহ্বায়ক কমিটি হয়। সেই থেকে মঞ্জু অনুসারীরা আলাদা দলীয় কর্মসূচি পালন করছে।