নরসিংদীতে পৃথক প্রতারণার মাধ্যমে প্রায় ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০ মামলার ওয়ারেন্টভুক্তসহ ৩০ মামলার আসামি ব্যবসায়ী রহমত উল্লাহ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো. আবদুল হান্নান। এর আগে রবিবার রাতে গাজীপুরের পূবাইল থানার মাজুখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রহমত উল্লাহ ভূঁইয়া (৪৬) নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচরের আবুল কাশেমের ছেলে ও রড সিমেন্ট ব্যবসায়ী ছিলেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আবদুল হান্নান জানান, রহমত উল্লাহ ভূঁইয়া রড ব্যবসার আড়ালে প্রতারণার উদ্দেশ্যে কমপক্ষে ৩০ জন বিভিন্ন শ্রেণিপেশার লোকজনকে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে এবং বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে প্রায় ৫০থেকে ৬০ কোটি টাকা আত্মসাৎ করেন।
তিনি ভুয়া এতিমখানা দেখিয়ে একটি বিদেশি এজেন্সির কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা এবং রায়পুরার ইসলামপুর মাদরাসার নির্মাণ কাজ ও রড সিমেন্ট দেওয়ার কথা বলে ২০ লাখ টাকা আত্মসাৎ করেন। এরপর থেকে তিনি গা ঢাকা দেন। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। এরমধ্যে ২০টি মামলার ওয়ারেন্ট রয়েছে।