জাতীয় দৈনিকে জনপ্রশাসনে পদায়ন ও পদোন্নতিতে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটির জুলাই আকাঙ্ক্ষাবিরোধী এবং পক্ষপাতমূলক পদেক্ষেপের বিষয়ে যে বিস্তারিত ও তথ্যবহুল প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে অবসরপ্রাপ্ত বিসিএস অফিসার্স ফোরাম।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো ফোরামের সভাপতি ও সরকারের সাবেক সচিব মোহাম্মদ আবদুল কাইয়ুম এবং মহাসচিব ও সরকারের সাবেক সচিব ড. মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে দাবি করা হয়, সম্প্রতি প্রকাশিত ওই প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, উপদেষ্টা কমিটি বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগীদের সুপরিকল্পিতভাবে সুরক্ষা দিচ্ছে এবং বঞ্চিত কর্মকর্তাদের যথাযথ মূল্যায়ন করছে না। এছাড়াও জনপ্রশাসনের বিভিন্ন সংকট নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত হতাশাজনক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। হাজার হাজার মানুষের শাহাদাত এবং পঙ্গুত্ববরণের মাধ্যমে জুলাই বিপ্লব সংগঠিত হলেও উপদেষ্টা পরিষদের একটি অংশহীন ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থে এ বিপ্লবের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তারই অংশ হিসেবে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি বিগত ফ্যাসিস্ট সরকারের তাঁবেদার কর্মকর্তাদের সুরক্ষাসহ সচিব পদে পদোন্নতি ও পদায়ন করছে। সকল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ফ্যাসিস্ট সরকারের গুণগ্রাহী এবং পদলেহী কর্মকর্তারা সচিব হিসাবে এখনো কর্মরত আছে। জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি এসব কর্মকর্তাদের ন্যূনতম রদবদল পর্যন্ত করেনি। সাতক্ষীরায় জেলা প্রশাসক থাকাকালে জঙ্গিবাদ দমনের নামে অনেক মানুষ হত্যাকারী এবং শেয়ারবাজার লুণ্ঠনকারী বিগত সরকারের একজন উপদেষ্টা কর্তৃক নিয়োগপ্রাপ্তদেরও সচিব হিসাবে সংশ্লিষ্ট উপদেষ্টাগণ সুরক্ষা দিচ্ছে।
অপরদিকে ফ্যাসিস্ট সরকার কর্তৃক নিগৃহীত অনেক সৎ ও দক্ষ কর্মকর্তা পদোন্নতি ছাড়া অবসরে যাচ্ছেন এবং অনেকে শিগগরিই অবসরে যাবেন। আমরা অবগত আছি যে, প্রশাসনের শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কতিপয় শীর্ষ কর্মকর্তা তাদের চুক্তি রক্ষার জন্য স্বার্থবাদী এবং উচ্চাভিলাষী উপদেষ্টাদের অন্যায় ও বিদ্বেষমূলক পদক্ষেপে সহায়তা দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা এটাও শুনতে পাই যে উচ্চ পর্যায়ের অনেকে পদে নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেন হচ্ছে। এগুলো অত্যন্ত হতাশাজনক, বিপজ্জনক এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বিরোধী ঘটনা। এসব স্বার্থবাদী ঘটনার কারণে জনপ্রশাসনের নৈতিকতা, মর্যাদা ও মান দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আমরা শুনতে পাচ্ছি যে, শিক্ষা সচিব পদে বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী একজন কর্মকর্তাকে পদায়নের জন্য একজন উপদেষ্টা ও একজন উচ্চ পর্যায়ের চুক্তিভিত্তিক কর্মকর্তা প্রচেষ্টা চালাচ্ছেন। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং এ ধরনের নিয়োগ না দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
বিপ্লবোত্তর পরিস্থিতিতে জনআকাঙ্ক্ষার সাথে সংগতিশীল কার্যকর, দক্ষ, দেশপ্রেমিক এবং ন্যায়পন্থী জনপ্রশাসন ব্যবস্থা গড়ার যে সুযোগ ছিল তা জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটির ব্যক্তিগত স্বার্থ, উচ্চাভিলাষ এবং অদূরদর্শী নীতির কারণে হাতছাড়া হয়ে গেছে। বিগত একবছরে ন্যূনতম কোন সংস্কার জনপ্রশাসনে পরিলক্ষিত হয় নাই। এসব বিষয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটিকে জবাবদিহিতার আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। আমরা মনে করি সার্বিক পরিস্থিতিতে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি তাদের নৈতিক অবস্থান ও গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং অপরদিকে জনপ্রশাসন সংস্কারে তারা প্রতিবন্ধক হিসেবে আবির্ভূত হয়েছে। তারা জনপ্রশাসনকে সংস্কারের পরিবর্তে দখলের চেষ্টা করছে। তাই জাতীয় স্বার্থে এ উপদেষ্টা কমিটিকে অবিলম্বে বাতিল করতে হবে এবং এসএসবি’র মাধ্যমে সকল পদোন্নতি ও পদায়ন করতে হবে। তবে এসএসবি’র দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা অবিলম্বে ফ্যাসিস্ট সরকারের সকল সচিবকে প্রত্যাহার এবং ঐসব পদে বিগত সরকারের আমলে নিপীড়িত সৎ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের জন্য দাবি জানাচ্ছি। আগামীতে সকল পদোন্নতি ও পদায়নে বিগত সরকারের আমলের নিপীড়নকে পদোন্নতির অন্যতম প্রধান শর্ত হিসাবে বিবেচনা করতে হবে।
আমরা বিশ্বাস করি প্রধান উপদেষ্টা একটি উত্তম লিগ্যাসি রেখে যেতে চান। এটি করতে হলে প্রশাসনের সকল পর্যায়ে সৎ, যোগ্য, দেশপ্রেমিক কর্তকর্তাদের পদায়ন করতে হবে। সচিব পদে বিগত সরকারের অবৈধ সুবিধাভোগীদের রেখে সুষ্ঠু নির্বাচন, সুশাসন, জবাবদিহিমূলক আমলাতন্ত্র কোনটাই সম্ভব নয়।
আমরা সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি যে, তারা যেন সৎ, দক্ষ এবং ফ্যাসিবাদ বিরোধী আমলাতন্ত্র প্রতিষ্ঠার এজেন্ডাকে তাদের রাজনৈতিক দাবীতে পরিণত করে।