জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন সকালে কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে তাদের হাজির করা হয়। আর উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে ডিবি অফিস থেকে হাজির করার কথা রয়েছে।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতারা হলেন- উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন এবং মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল।
প্রসিকিউশনের দাবি, জুলাই আন্দোলনে উত্তরায় ২০০ এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। সেই ঘটনায় সাবেক মেয়র আতিকের ইন্ধনের অভিযোগ রয়েছে।
বিডি প্রতিদিন/একেএ