আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রবিবার আধা বেলা সুপ্রিম কোর্টে বিচার কার্যক্রম বন্ধ থাকছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের পৃথক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঁঞার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক বিচারপতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ বেলা দুইটা থেকে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা হাসানুজ্জামানের সই করা আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক বিচারপতি আবদুর রউফের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত চলবে। এরপর বিচারিক কার্যক্রমসহ দৈনিক চেম্বার কোর্টের শুনানি কার্যক্রম বন্ধ থাকবে।
আজ সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর মগবাজারে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।
বিডি প্রতিদিন/জুনাইদ