মানিলন্ডারিং প্রতিরোধ আইনে রাজধানীর মতিঝিল থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মিয়া নুরউদ্দিন আহমেদ অপুকে অব্যাহতি দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের উপাদান না থাকায় এ মামলার দায় হতে তাকে অব্যাহতির আদেশ দিয়েছেন। মামলাটিতে অপু ছাড়া আরও তিন আসামিকে অব্যাহতি দিয়েছেন বিচারক রেজাউল করিম।
অব্যাহতি প্রাপ্ত অন্যরা হলেন- ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, জয়নাল আবেদীন ও আলমগীর হোসেন। এদিকে অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আগামী ৬ এপ্রিল সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।
বিচার শুরু হওয়া আসামিরা হলেন- মাহমুদুল হাসান ওরফে ফেরদৌস, তার ভাগ্নে এ. এম আলী হায়দার ওরফে নাফিজ, ফায়েজুর রহমান।
আসামি পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত