প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের আশ্বাসের ভিত্তিতে মালয়েশিয়ায় যাওয়ার প্রত্যাশায় থাকা কর্মীরা চলমান আন্দোলন স্থগিত করেছেন।
আজ বুধবার বিকাল ৩টা ১৮ মিনিটে প্রবাসী কল্যাণ ভবনে উপদেষ্টার সঙ্গে আলোচনার পর আন্দোলনকারীরা এই সিদ্ধান্তের কথা জানান।
আন্দোলনের নেতৃত্বদানকারী মাইনুদ্দিন বাবু আন্দোলনরতদের উদ্দেশে বলেন, ‘উপদেষ্টা ড. আসিফ নজরুল আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যাদের ম্যানপাওয়ার এবং ই-ভিসা রয়েছে, তাদের আগামী মার্চের শেষ নাগাদ ধাপে ধাপে মালয়েশিয়ায় পাঠানো হবে। যাদের ই-ভিসা বা ম্যানপাওয়ার নেই, তারা এজেন্সি থেকে টাকা এবং পাসপোর্ট ফেরত নিতে পারবেন।’
এ ছাড়া তাদের অন্য কোনো দেশে পাঠানোর ব্যবস্থাও করা হবে।
তিনি আরও বলেন, ‘যদি মালয়েশিয়া যাওয়া সম্ভব না হয়, তবে অন্য দেশে প্রবাসী হিসেবে পাঠানোর ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তিনি (আসিফ নজরুল) আশ্বাস দিয়েছেন, এ ব্যাপারে সরকারের প্রতিশ্রুতির ওপর ভরসা রাখতে। আন্দোলনকারীরা সরকারের কথা ও কাজের মিল পাওয়ার প্রত্যাশায় আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।’
তিনি বলেন, যাদের ই-ভিসা বা ম্যানপাওয়ার নেই, তারা এজেন্সি থেকে টাকা ও পাসপোর্ট ফেরত না পেলে থানা পুলিশ বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা নিতে বলা হয়েছে।’
আন্দোলন স্থগিত করার আগে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করে, তবে তারা আবার রাস্তায় নেমে তীব্র আন্দোলন করবেন।’
বিডি প্রতিদিন/জুনাইদ