গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা ছাড়া দেশের অর্থনীতি উত্তরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিগত ১৫ বছরে লোপাটের মাধ্যমে আওয়ামী লীগ পুঁজিবাজারকে ধ্বংস করেছে।
বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের এলডিসি উত্তরণ : প্রস্তুতি ও বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, এখন পুঁজিবাজারে স্বাভাবিক নিয়ম বলে কোনো কিছু নেই। ট্রেডিং সিস্টেমও ধসে পড়েছে। পুঁজিবাজারের মতোই বিগত সরকারের আমলে দেশের আর্থিক প্রতিষ্ঠানও ধ্বংস করা হয়েছে। রাজনৈতিক অস্থিরতা, বাণিজ্য অনিশ্চয়তা এবং দুর্বল অর্থনৈতিক সূচক এই উত্তরণের প্রস্তুতিতে বড় বাধা।
সেমিনারে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি শ্রমিকের অধিকার নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দেন। এ ছাড়া এলডিসি উত্তরণ পরবর্তী সময়ের প্রস্তুতি এবং পরবর্তী সময়ে বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশ কীভাবে অবস্থান তৈরি করবে সেসব বিষয়ে তুলে ধরেন বক্তারা।
বিডি প্রতিদিন/এমআই