বাংলাদেশ জামায়াতে ইদলামীর আমিরের জনদুর্ভোগ নিরসনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবির সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নির্বাচিত সরকারের অনুপস্থিতে যেখানে নানা ষড়যন্ত্রে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে, সেখানে জনদুর্ভোগ নিরসনের ধুয়া তুলে আগে স্থানীয় সরকারের নির্বাচন দাবি হাস্যকর ও ষড়যন্ত্রমূলক।
আজ সোমবার যুক্তরাষ্ট্র সময় সন্ধ্যায় মেরিল্যান্ডের উইন্ডসর মিলের সিকিউরিটি ব্লুভার্ডে মাহফিল রেস্টুরেন্টে তাকে প্রদত্ত মেরিল্যান্ড স্টেট বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এমরান সালেহ প্রিন্সের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে মেরিল্যান্ড স্টেট বিএনপি এই সংবর্ধনা অনুষ্ঠানের অয়োজন করে।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, জনদুর্ভোগ স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নয়, সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকার তা নিরসন করতে পারবে। বরং জাতীয় নির্বাচন প্রলম্বিত করার সুযোগে পতিত ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ঘটিয়ে জাতীয় সংকট সৃষ্টি করবে।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল রহস্যজনকভাবে জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করতে আগে স্থানীয় সরকার নির্বাচনের ধুয়া তুলে সংকট আরও ঘনিভূত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে আগে স্থানীয় সরকার নির্বাচন হলে জনদুর্ভোগ আরও বড়বে, তৃণমূল পর্যায়ে বিভেদ, সংঘাত-সংঘর্ষের সৃষ্টি হবে, আওয়ামী ফ্যাসিস্ট দল ও আধিপত্যবাদী শক্তি এর সুযোগ নেবে। এতে পরিস্থিতি আরও জটিল ও কঠিন হয়ে জাতীয় সংকট আরও তীব্র হবে।
মেরিল্যান্ড স্টেট বিএনপির সভাপতি শাহিদ খান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা মামুনুর রশীদ মোহন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি নয়ন বাঙালি, সেভ বাংলাদেশের সমন্বয়কারী জাহিদ খান, ভার্জিনিয়া স্টেট বিএনপির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, মেরিল্যান্ড স্টেট বিএনপির সাবেক সভাপতি নেসার অহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/জুনাইদ