বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেছেন, ‘গণতন্ত্রহীন রাষ্ট্র চলতে পারে না। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও বর্তমান অন্তর্বর্তী সরকারের ৭ মাস অতিবাহিত হয়েছে। কিন্তু জাতীয় নির্বাচন নিয়ে কোনো আয়োজন দেখছি না বর্তমান সরকারের। দেশে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জনগণ মেনে নিবে না।’
সোমবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপি’র আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি, ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। এ ছাড়া সমাবেশে জেলার ৪ উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।
আবদুস সালাম আজাদ বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ১৬ বছর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সকলের অবাধ ভোট গ্রহণের জন্য লড়াই সংগ্রাম করে আসছিল। আজকে অনেক রকম ষড়যন্ত্র চলছে। তবে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখতে পারবে না। তারেক জিয়ার নেতৃত্বে অতীতে যেমন ঐক্যবদ্ধ ছিলাম, আজও আছি, আগামীতেও ঐক্যবদ্ধ থেকে জনগণের সরকার গঠিত হবে।
বিডি প্রতিদিন/এমআই