ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, খাল কেটে যদি কেউ কুমির নিয়ে আসে, এরপর সেই কুমিরে যদি তাকে খায়- এর দায় নেবে কে? বাংলাদেশের ক্ষমতার মসনদে যারাই বসেছে তারাই জনগণকে ধোঁকা দিয়েছে। বিভিন্ন ভুল ও চিন্তার কারণে আমাদেরও ধোঁকা দেওয়া হয়েছে। ক্ষমতা কুক্ষিগত করা হয়েছে। দুর্নীতিসহ বিভিন্ন অপকর্ম করে দেশের বারোটা বাজিয়েছে এবং ইসলামকে ধ্বংস করেছে। এরকম আর আমরা চাই না। গতকাল বিকালে ঝিনাইদহের শৈলকুপায় শহীদ মিনার চত্বরে ‘গণহত্যায় জড়িতদের সুষ্ঠু বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন দাবি’তে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন উপজেলা শাখা আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শৈলকুপা উপজেলা সভাপতি আলহাজ মুহাম্মদ রায়হান উদ্দীন। আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ শোয়াইব হোসেন, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীম, সেক্রেটারি প্রভাষক শিহাব উদ্দিনসহ স্থানীয় নেতারা।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের আন্দোলনে দল হিসেবে প্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রকাশ্যে প্রতিবাদ জানিয়ে একাত্মতা ঘোষণা করেছে। ৫ আগস্টের পর দেশে চাঁদাবাজি, জমি দখল লুটতরাজ ও ব্যক্তিস্বার্থে যখন অনেক দল ব্যস্ত, তখন ইসলামী আন্দোলন মানুষের পাশে থেকে কাজ করেছে। এ সময় দেশকে অস্থিতিশীল করতে চক্রান্তকারীদের এ দেশে কোনো জায়গা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।