দেশে বর্তমানে মানুষের অবস্থা ২০২২ সালের তুলনায় খারাপ। অর্থাৎ ২০২৪ সালে বেড়েছে দারিদ্র্যের হার এবং খাদ্যনিরাপত্তাহীনতা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর পারসেপশন সার্ভের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হকের সভাপতিত্বে সেমিনারে সার্ভের প্রতিবেদন তুলে ধরেন বিআইডিএসের গবেষণা পরিচালক ড. মুহাম্মদ ইউনূস। এ সার্ভেটি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সহায়তায় এবং বিআইডিএসের সাবেক মহাপরিচালক ড. বিনায়ক সেনের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ড. ইউনূস। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের বাংলাদেশের অফিসার ইনচার্জ সিসেমানি পারসেসমেন্ট।