বান্দরবানের লামায় বিভিন্ন রাবার বাগান থেকে আবারও ২০ জন শ্রমিক অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় গতকাল এ অপহরণের ঘটনা ঘটে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম জানান, প্রাথমিকভাবে ২০ শ্রমিককে অপহরণের কথা শুনেছি। কারা তাদের অপহরণ করেছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন জানান, অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সম্ভাব্য এলাকায় যৌথ অভিযান চালাচ্ছে। এরআগে গত ১৪ জানুয়ারি উপজেলার সরই ইউনিয়নে সাতজন তামাক শ্রমিক, ২ ফেব্রুয়ারি একই ইউনিয়ন থেকে আরও সাতজন কাঠ শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। রবিবার অপহরণের শিকার শ্রমিকদের নাম-পরিচয় যানা যায়নি।