ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ১৪ ফেব্রুয়ারির মধ্যে সৌদি সরকারের পক্ষ থেকে হজ সেবাদানকারী কোম্পানির সঙ্গে সব চুক্তি সম্পন্ন করতে হবে। কোনো অবস্থাতেই এ সময় আর বাড়ানো হবে না।
গতকাল সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ধর্মবিষয়ক উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা বলেন, হজের জন্য ৮৭ হাজার ১০০ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন নিবন্ধন করেছেন। সরকারি ব্যবস্থাপনায় যারা নিবন্ধন করেছেন, তাদের সব চুক্তি সম্পন্ন করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় যারা নিবন্ধন করেছেন, তাদের ক্ষেত্রে অনেক এজেন্সি চুক্তি সম্পন্ন করতে ধীরগতি দেখাচ্ছে। যদি কারও চুক্তি সম্পন্ন না হয়, তার দায় সৌদি সরকার নেবে না, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ও নেবে না। সব দায় এজেন্সিকে নিতে হবে। এখন পর্যন্ত কতজনের চুক্তি সম্পন্ন হয়েছে, জানতে চাইলে উপদেষ্টা বলেন, সরকারি ব্যবস্থাপনায় সবার চুক্তি সম্পন্ন হয়েছে।
শিশুদের নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা : চলতি বছর হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। শিশুদের নিরাপত্তা ও সুস্থতার নিশ্চয়তা দিতে এবং হজ পালনের সময় কোনো ক্ষতির সম্মুখীন হওয়া থেকে রক্ষা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয় জানিয়েছে, হজে যেতে শিশুদের ন্যূনতম বয়স হতে হবে ১২ বছর। গত বছর শিশুদের জন্য সর্বনিম্ন এ বয়স নির্ধারণ করে দেয় সৌদি সরকার। মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা আগে হজ করতে পারেননি তাদের এবারের হজে অগ্রাধিকার দেওয়া হবে। এর মাধ্যমে সুবিচার ও হজের পুনরাবৃত্তি কমিয়ে আনার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে।