গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জুবায়ের ও সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে গত ১৮ ডিসেম্বরের সংঘর্ষের ঘটনায় মিজানুর রহমান নামে আরও একজনের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সংঘর্ষের ঘটনায় আহত হওয়ার পর থেকে মিজানুর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে, টঙ্গীর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে গত ১৮ ডিসেম্বর ভোরে জুবায়েরপন্থি ও সাদপন্থি অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে তখন তিনজনের মৃত্যু হয়েছিল। আহত হন অনেকে। মিজানুরকে নিয়ে এই সংঘর্ষের ঘটনায় চারজনের মৃত্যু হলো। শাহবাগ থানার এসআই আশরাফ আলী তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। সেখানে তিনি, নিহতের স্বজনদের বরাদ দিয়ে উল্লেখ করেছেন, ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ৩টার দিকে টঙ্গী পশ্চিম থানার ইজতেমার মাঠে উভয় পক্ষের মারামারিতে মিজানুর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মাস্টারপাড়া গ্রামের মো. ছবির উদ্দিনের ছেলে মিজানুর।