রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় ননী কুমার সাহা নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি হাসপাতাল ছাড়েন। গতকাল দুপুরের দিকে সায়েন্সল্যাব এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী ননী কুমার সাহা বলেন, ‘আমরা কয়েকজন সায়েন্সল্যাবে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা অতর্কিত হামলা চালায়। এতে আমি মাথায় আঘাত পাই। পরে আমার দুই বন্ধু নাহিন ও সাইদুর আমাকে হাসপাতালে নিয়ে আসে। আরও কয়েকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি, তারা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমার মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে।’
ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফাহাদ বলেন, কোনো কারণ ছাড়াই সায়েন্সল্যাব এলাকায় আমাকে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করে। আমার চোখে আঘাত লেগে রক্ত জমে গেছে। সিটি কলেজের শিক্ষার্থী আবরার বলেন, ঢাকা কলেজের সামনে আমাকে অতর্কিতভাবে কিল-ঘুসি মারে।
এ কলেজের এক ভাই আমার সেইফটির জন্য ক্যাম্পাসের ভিতরে নিয়ে আসেন।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, কোন ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে সেটা বলতে পারছি না।