রাজধানীর প্রবেশমুখে ৩০০ ফিটে একটি মুরগিবাহী পিকআপের গতিরোধ করে চালককে ছুরিকাঘাত করে প্রায় ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। চালকের নাম এনামুল হক (২৪)। শুক্রবার রাত ২টায় কাঞ্চন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত চালক এনামুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল পিকআপের হেলপার রাকিব ঢামেকে জানান, তারা নরসিংদী থেকে মুরগি নিয়ে রাজধানীর কাপ্তান বাজার যাওয়ার পথে ৩০০ ফিট কাঞ্চন ব্রিজ পার হওয়ার পর একটি বাস তাদের গাড়ির পেছনে ধাক্কা দেয়। এরপর বাসটি তাদের গাড়িকে চাপানোর চেষ্টা করে। কিছু দূর যাওয়ার পর বাসটি সামনে গিয়ে চাপ দেয়। এরপর তারা গাড়ি থামালে বাস থেকে ৪-৫ জন নেমে দুই পাশের গ্লাস ভেঙে চালক এনামুলকে কুপিয়ে আহত করে। এ সময় তাদের কাছে থাকা মুরগি কেনার ৩ লাখ ৮২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। জানা গেছে, নরসিংদী সদর উপজেলার দমুরিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে এনামুল।