বরিশালের উজিরপুরে স্বর্ণ ব্যবসায়ীর ঘরে ডাকাতি করে পালানোর সময় দুই ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার ভোর রাতে উপজেলার উত্তর মোড়াকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সোমবার পুলিশ অভিযান চালিয়ে আরও চার ডাকাত সদস্যকে আটক করেছে। হামলায় স্বর্ণ ব্যবসায়ী জামাল সরদারসহ ইতালি প্রবাসী কন্যা মণি বেগম, জামাতা রাশেদ খান, ছেলে নবীন সরদার ও নাতি ৯ বছর বয়সি রিম্পি আহত হয়েছে।
আটকরা হলো- বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের আ. গাফফারের ছেলে ফোরকান (৩২), চাঁদপুরের হাইমচর থানার উত্তর বগুলা গ্রামের জমির আলী হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার (২৬), উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইল গ্রামের সোহেল সরদার (৩৫) ও রাসেল সরদার (২৬), একই গ্রামের আলিম বিশ্বাস (৩৮) এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বড় চ্যাংগাইর গ্রামের মিনহাজ (২০)।
বরিশাল পুলিশ সুপার মো. শরীফউদ্দিন জানান, উপজেলার শিকারপুর বন্দরের স্বর্ণ ব্যবসায়ী ও পশ্চিম মোড়াকাঠি গ্রামের বাসিন্দা জামাল সরদারের ঘরে ডাকাতি হয়। প্রথমে দুজন আটক হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী আরও চারজনকে আটক করা হয়েছে। সংঘবদ্ধ ডাকাতচক্রের সব সদস্যকে আটকে অভিযান চলছে। স্থানীয়দের হাতে আটক দুজনের কাছ থেকে লুট করা ৯০ হাজার টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন। ডাকাতির শিকার স্বর্ণ ব্যবসায়ী জামাল সরদার বলেন, রবিবার দিনগত রাত ২টার দিকে দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে ১২/১৫ সদস্যর একটি ডাকাত দল তার বাসায় হানা দেয়। ডাকাত দলের সদস্যরা দরজা ভেঙে প্রবেশ করে। পরে তাকেসহ স্ত্রী, ছেলে, ইতালি থেকে দেশে ফেরা কন্যা, জামাতা ও নাতিকে মারধর করে জিম্মি করে। পরে বাসায় থাকার লকার ভেঙে ৩৭ ভরি স্বর্ণ, ৯ ভরি রুপা, নগদ ২ লাখ টাকা, বৈদেশিক মুদ্রা ও তিনটি মোবাইল সেটসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট করে। এ সময় প্রতিবেশীরা টের পেয়ে ডাকাত দল ঘেরাও করে। তখন ডাকাত দল বোমা ফাটিয়ে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী ফোরকান ও ইমরানকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। জামাল সরদার জানান, ডাকাতদের হামলায় তিনিসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।