রাজশাহীর মোহনপুর উপজেলায় দেশীয় মদ পানে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও তিনজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার তাদের মৃত্যু হয়। মৃতের পরিবার ও মোহনপুর থানা পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় মোহনপুর থানা পুলিশ দুই মাদক কারবারিকে আটক করেছে। তারা হলেনথ- মতিহার গ্রামের মহিরের ছেলে মুকুল (৩৯), ধোপাঘাটা গ্রামের গফুরের ছেলে জনি (৪২)। মৃতরা হলেন- মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর ছেলে মন্তাজ আলী (৪২), ময়েজ মন্ডলের ছেলে টুটুল (২৮), মোংলার ছেলে একদিল (৫০) ও করিষা গ্রামের তুজাম্মেলের ছেলে জুয়েল (২৫)। অসুস্থ হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুর্গাপুর গ্রামের কাশেম আলীর ছেলে পিন্টু (৩৫), মৃত জাহান আলীর ছেলে আকবর (৪৬), আফসার আলীর ছেলে ফিরোজ হোসেন (২৮)।