ফুলের ম-ম ঘ্রাণে মাতোয়ারা চারদিক। ক্যামেলিয়া, হলিহক, স্নোবক, নেসটিয়াম, লিলিয়াম, ডালিয়া, চন্দ্রমল্লিকাসহ ১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহে সেজেছে ডিসি পার্ক। এক পলকে যে কারও হারিয়ে যেতে ইচ্ছে করবে ফুলের এই রাজ্যে। সাগর পাড়ের এই ফুলের রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন সৌন্দর্য পিপাসুরা। চট্টগ্রামের ফৌজদারহাট থেকে বন্দর-ফৌজদারহাট টোল রোড সড়ক ধরে কিছু দূর গেলেই চোখে পড়বে ফুলের এই সমাহার। সাগর পাড়ের ফুলের ঘ্রাণ নিতে বিভিন্ন প্রান্ত থেকে ফুল উৎসবে ভিড় জমাচ্ছেন অগণিত মানুষ। সাধুবাদ জানাচ্ছেন, জেলা প্রশাসকের এমন আয়োজনের।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও ১৩৬ প্রজাতির দেশি-বিদেশি ফুল উৎসবে স্থান পেয়েছে। সুস্থ পরিবেশে মানুষ যাতে বিনোদন উপভোগ করতে পারেন সেজন্য আমরা ডিসি পার্ককে নির্বাচিত করেছি। প্রকৃতির সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়া, বাঙালি সংস্কৃতিকে পরিচয় করে দেওয়া আমাদের মূল লক্ষ্য। পাশাপাশি কোলাহলমুক্ত পরিবেশে মানুষ যাতে একান্তে সময় কাটাতে পারেন এ জন্য এ আয়োজন করা হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এবার অন্তত ১২ লাখ মানুষ মাসব্যাপী এ মেলার সৌন্দর্য উপভোগ করবে। গতবার এ মেলাতে দর্শনার্থী ছিল প্রায় ৯ লাখ। পার্কের কাউন্টার ছাড়াও দর্শনার্থীরা অনলাইনে টিকিট কেটে ফুল উৎসবে যোগ দিতে পারবেন। এবার টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্ক দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।