সাইবার হামলার ভয়ে ফেসবুক আইডি নিষ্ক্রিয় করার প্রায় দুই দিন পর আবারও সক্রিয় হয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পাদক সারজিস আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি সাদিক কায়েম। গতকাল দুপুর ১২টার পর তাদের দুজনের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল সক্রিয় দেখায়। তবে একসঙ্গে আইডি নিষ্ক্রিয় করলেও গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর ফেসবুক আইডি সক্রিয় দেখা যায়নি। ফিরে আসার বিষয়ে জানতে সারজিস ও সাদিক কায়েমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। এখনো নিষ্ক্রিয় থাকার বিষয়ে জানতে হাসনাত আবদুল্লাহর? সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এর আগে ১ জানুয়ারি রাত ১০টা নাগাদ অ্যাকটিভিস্ট সাইয়েদ আবদুল্লাহ ও চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির ফেসবুক আইডি ‘ক্র্যাকপ্লাটুন সাইবার গ্রুপ’ থেকে ডিজেবল করে দেওয়ার পর তারা নিজেদের আইডি নিষ্ক্রিয় করেন।