বলিভিয়ার পোটোসি অঞ্চলে দুটি বাসের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (১ মার্চ) ভোরে উয়ুনি এবং কোলচানি শহরের মধ্যে একটি সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি বাস কার্নিভাল উৎসবে যাচ্ছিল।
উয়ুনি পৌরসভার কর্মকর্তা ওসমার সালভাতিয়েরা জানিয়েছেন, এটি একটি ভয়াবহ দুর্ঘটনা এবং ৩৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে এবং শিগগিরই একটি আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
বিডি প্রতিদিন/মুসা