কারাবন্দী পিকেকে নেতা আবদুল্লাহ ওকালানের দলটি ভেঙে দেওয়ার আহ্বানের পর শনিবার কুর্দি যোদ্ধারা তুরস্কের সাথে যুদ্ধবিরতি ঘোষণা করেছে।
ওকালান এই সপ্তাহে তার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ভেঙে দেওয়ার আহ্বান জানান। চার দশকেরও বেশি সময় ধরে তুরস্কের বিরুদ্ধে লড়াই করার পর অস্ত্র সমর্পণ করার আহ্বানও জানান তিনি।
এরপরই পিকেকে এই সিদ্ধান্ত নেয়।
পিকেকে-পন্থী এএনএফ সংবাদ সংস্থা ওকালানের উদ্ধৃতি দিয়ে পিকেকে নির্বাহী কমিটি এক বিবৃতিতে বলেছে, শান্তি ও গণতান্ত্রিক সমাজের জন্য নেতা অপোর আহ্বান বাস্তবায়নের পথ প্রশস্ত করার জন্য আমরা আজ থেকে যুদ্ধবিরতি কার্যকর করার ঘোষণা করছি।
পিকেকে বলেছে, আমরা আহ্বানের বিষয়বস্তুর সাথে একমত এবং আমরা বলি যে আমরা এটি অনুসরণ এবং বাস্তবায়ন করব।
তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষিত পিকেকে ১৯৮৪ সাল থেকে বিদ্রোহ চালিয়ে আসছে। যার লক্ষ্য তুরস্কের ৮৫ মিলিয়ন জনসংখ্যার প্রায় ২০ শতাংশ কুর্দিদের জন্য একটি স্বদেশ প্রতিষ্ঠা করা।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল