ভালোবাসা দিবসে মামাতো বোনের বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন এক তরুণী। সেখানে তাকে চার বন্ধু মিলে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। ইতিমধ্যেই ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্তও শুরু করেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দুর্গাপুরের ওই তরুণী দীর্ঘদিন ধরেই আসানসোলের বার্নপুরে মামার বাড়িতে থাকতেন। ভালোবাসা দিবস উপলক্ষে মামাতো বোনের বন্ধুদের সঙ্গে তিনি বাঁকুড়ার শালতোড়ার বিহারীনাথ পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। মামাতো বোনের বন্ধুদের মধ্যে ছিলেন চার তরুণ এবং চার তরুণী।
সেখানে দুর্গাপুরের ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগীর পরিবার সূত্রের খবর, বাঁকুড়ায় তরুণীকে ধর্ষণের পরেই সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন চার অভিযুক্ত যুবক। এর পর শুক্রবার তরুণীর বন্ধুরাই তাকে বাড়িতে নিয়ে আসেন।
বাড়ি ফিরে তরুণী অসুস্থ হয়ে পড়ার পরেই পরিবারের লোকেদের সন্দেহ হয়। তরুণী বাড়িতে সব কথা জানানোর পরেই পুলিশের দ্বারস্থ হন পরিবারের লোকেরা। এর পর পুলিশের কথামতো তরুণীকে হাসপাতালে ভর্তি করানো হয়।
পুলিশ সূত্রে খবর, বান্ধবীর বোনকে ধর্ষণে অভিযুক্ত চারজন আসানসোলের বাসিন্দা। তারা সবাই পলাতক। তাদের মধ্যে একজনের মা-বাবাকে আটক করেছে পুলিশ। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শআ