রাশিয়ার বিরুদ্ধে সুরক্ষার জন্য ‘ইউরোপীয় সেনাবাহিনী’ গড়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র হয়ত আর ইউরোপের সহায়তায় এগিয়ে আসবে না।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দিতে এ আহ্বান জানান তিনি।
জেলেনস্কি বলেন, ইউরোপকে ভবিষ্যৎ যুদ্ধের ঝুঁকি গুরুত্ব সহকারে নিতে হবে এবং একটি অভিন্ন সেনাবাহিনী গড়ে তুলতে হবে যাতে ‘ইউরোপের বিষয়ে সিদ্ধান্ত ইউরোপেই নেয়া যায়।
তার কথায়, ‘আমি ইউরোপে বিশ্বাস করি এবং আমি আপনাদের নিজেদের স্বার্থে, আপনাদের দেশের স্বার্থে, আপনাদের ঘরবাড়ি, সন্তান-সন্ততি এবং আমাদের অভিন্ন ভবিষ্যতের জন্য কাজ করার আহ্বান জানাচ্ছি। আমাদের নিজস্ব শক্তির ওপর আস্থা রাখা প্রয়োজন যাতে অন্যরা ইউরোপীয় শক্তিকে সম্মান করে।’
বক্তব্যে ইউক্রেন যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের পর শান্তি আলোচনা শুরু করতে সম্মত হওয়া প্রসঙ্গও তুলে আনেন জেলেনস্কি। বলেন, ‘ইউক্রেন নিয়ে এমন কোনো চুক্তি আমরা মেনে নেব না যা আমাদের বাদ দিয়ে হবে।’
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখ শহরে শুরু হয় মিউনিখ নিরাপত্তা সম্মেলন। বিবিসির প্রতিবেদন মতে, এবার সম্মেলনে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। একটি হলো রাশিয়ার কাছে নতি স্বীকার না করে কীভাবে ইউক্রেনের যুদ্ধ শেষ করা যায় এবং ইউরোপের প্রতিরক্ষা খাতে কীভাবে ব্যয় বৃদ্ধি করা প্রয়োজন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপস্থিতিতে বিষয়গুলো আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু সম্মেলনে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঞ্চে তার ভার ভাষণে এ দুটি বিষয়ে কোনো কথাই বলেননি।
সম্মেলনের শুরুর দিন অর্থাৎ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সম্মেলনে বক্তব্য দেন ভ্যান্স। বক্তব্যে ব্রিটেনসহ ইউরোপীয়দের প্রতি তীব্র আক্রমণ করেন তিনি। যা সম্মেলনে আসা প্রতিনিধিদের হতবাক করে দেয় বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
বিডি প্রতিদিন/মুসা