নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ করতে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। সাক্ষাতে তিনি দু’দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনা করবেন।
মঙ্গলবার জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা যুক্তরাষ্ট্রে সফর করতে পারেন। ওয়াশিংটন ডিসিতে প্রথমবারের মতো প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার মুখোমুখি সাক্ষাৎ হবে।
তিনি আরও বলেন, এই সফরের মাধ্যমে আমরা নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে আস্থার সম্পর্ক আরও দৃঢ় করে তুলতে পারব এবং মার্কিন-জাপান জোটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশা করছি।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইশিবা ট্রাম্পের সঙ্গে মার্কিন শেল গ্যাসের আমদানি বাড়ানো বিষয়ে আলোচনা করতে চান।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত নভেম্বরে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপ করেন শিগেরু ইশিবা। গত সপ্তাহে প্রধানমন্ত্রী ইশিবা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র এবং জাপানের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়টিকে জোর দিয়েছেন। জাপান এবং যুক্তরাষ্ট্র প্রধান প্রতিরক্ষা মিত্র এবং একই সঙ্গে একে অপরের শীর্ষ বিদেশি বিনিয়োগকারী। সূত্র: দ্য জাপান টাইমস, ফ্রান্স২৪, নিক্কেই বিজনেস ডেইলি
বিডি প্রতিদিন/একেএ