ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের বাংলা ভাষার এলিমেন্টারি কোর্সের শিক্ষার্থী নোদোকা সাটো। ভাষা শিখতে এসে বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ এই জাপানি ছাত্রী। তাই বাংলাদেশিদের আতিথেয়তা অনুকরণ করতে চান তিনি। গতকাল এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশ প্রতিদিনকে নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি।
নোদোকা সাটো বলেন, বাংলা ভাষা এবং জাপানি ভাষার ব্যাকরণ প্রায়ই একই রকম। তাই বাক্য কীভাবে গঠন করতে হয় তা মনে রাখা সহজ আমার জন্য। তিনি বলেন, বাংলা ভাষার একটি বিশেষ মাধুর্য আছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না, এটি কেবল অনুভব করা যায়। আমি কিছুটা শিখেছি তবে এখনো অনেক শেখা বাকি।
তিনি বলেন, বাংলা ভাষায় অনেক সাহিত্য, গান, নাটক, চলচ্চিত্র আছে যা আমার ভালো লাগে কিন্তু ভাষা শেখা ছাড়া তা আমার পক্ষে বোঝা সম্ভব নয়। তাই আমি ভালোভাবে বাংলা আয়ত্তে আনতে চাই। সেজন্য আমি মনোযোগ সহকারে বাংলা শিখছি। এক্ষেত্রে আমার শিক্ষকেরা বিশেষ যত্নবান। তারা আমাকে ক্লাসের বাইরেও শিখতে সাহায্য করেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ।
বাংলাদেশিদের আতিথেয়তা নিয়ে তিনি বলেন, আমি জাপান থেকে এসেছি সাত মাস হয়ে গেছে। এ সময়টায় আমার বাংলাদেশিদের অনেকের কাছ থেকে জানার সুযোগ হয়েছে। আমার মনে হয় বাংলাদেশের মানুষ খুবই দয়ালু। এমনকি তারা অপরিচিতদের নিজের বাড়িতে আমন্ত্রণ জানায় এবং আতিথেয়তা প্রদান করে। বাংলাদেশিরা মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসে। জাপানে এটি খুব একটি দেখা যায় না। তাই আমি ভাষা শেখার পাশাপাশি বাংলাদেশিদের আতিথেয়তা অনুকরণ করতে চাই।