নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ভোট করার ইচ্ছা থাকলে এ বছরেই নির্বাচন হতে পারে। কেউ যদি বলে কীভাবে সম্ভব? আমি বলব, ভালোভাবে একটা সুন্দর ভোট হতে পারে। যদি করতে চায়, যদি সেই তাগিদ থাকে, নিষ্ঠা থাকে। সর্বোপরি যোগ্যতা থাকতে হবে। ভোট করার জন্য ইচ্ছাশক্তি প্রয়োজন। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, ভোট করতে আকাশ-পাতাল উপড়ে ফেলতে হবে এমন নয়। ভোট করার আগে পুলিশকে ঠিক করতে হবে। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। ভোটার তালিকাও সংশোধন করা হতে পারে। ভোটার তালিকা বানাতে প্রধান উপদেষ্টা বলেছেন। তিনি বলেন, আবার কয়েকদিন আগে প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন, ভোটার তালিকা এক বছরেই হালনাগাদ করা সম্ভব হবে। সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা ঠিক করতে নির্বাচন কমিশন দ্রুত উদ্যোগ নিয়ে শেষ করতে পারে। আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না বলেন, আবার কেউ যদি বলে এক বছরে সম্ভব না, পরে নির্বাচন হতে পারে। আমি তার সঙ্গেও একমত। কারণ, দেশবাসী একটা সুন্দর নির্বাচন দেখতে চায়। যে ভোটে সবাই অংশগ্রহণ করতে পারে। ডেটলাইন বলতে যাব না। অনির্দিষ্টকালের জন্য হয় তাহলে কষ্ট বেড়ে যায়। সরকারের সিদ্ধান্ত ভুল হলে এমন পরিণতি হয়। তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় বানাতে কর্মসূচি দিয়ে মাঠে নামছে। মানুষের ভোগান্তি বাড়ছে। সরকারের ওপর কিন্তু সব ধরনের চাপ বাড়ছে। কাজেই ভোট হতে বিলম্ব হলে সরকারই বাধাগ্রস্ত হবে। নির্দিষ্ট সময়ে নির্বাচন হওয়া উচিত। যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গল হবে।