জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক কমিটি। গতকাল ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের সামনে থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন তারা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সহমুখপাত্র সালেহ উদ্দিন সিফাত ও মোহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় নির্বাহী সদস্য তাজনুভা জাবীন ও আলাউদ্দিন মোহাম্মদসহ অন্যান্য কেন্দ্রীয় সদস্য। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবিতে ৪ জানুয়ারি রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে জনসংযোগ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি বলেন, জনগণকে সচেতন করতে ও ঘোষণাপত্রের দাবি আদায়ে ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে লিফলেট বিতরণ, সমাবেশ ও জনসংযোগ কর্মসূচি চালানো হবে।
বরিশাল : জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরিতে বরিশাল নগরীতে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু বলেন, ‘ফ্যাসিবাদের সংবিধান আমরা মানি না। ফ্যাসিস্ট তৈরির যে সংবিধান রয়েছে, সেটিকে আমরা অবৈধ ঘোষণা করতে চাই এবং সেটিকে বাদ দিয়ে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন করে সংবিধান ঘোষণা আমাদের দাবি।
সিলেট : অপরদিকে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’র পক্ষে জনমত তৈরির লক্ষ্যে গতকাল বিকালে সিলেটের চৌহাট্টার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সমাবেশ ও পরে লিফলেট বিতরণ করেন সংগঠন দুটির নেতা-কর্মীরা। লিফলেটে তারা ঘোষণাপত্রে সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানান। এ সময় তারা ‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ স্লোগান দেন। সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য আসাদুল্লাহ আল গালিফ ও জাতীয় নাগরিক কমিটি সার্চ কমিটির সদস্য আফসানা মুন।
টাঙ্গাইল : ‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ স্লোগানে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ বিতরণ করেছে টাঙ্গাইলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গতকাল দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যোন থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে লিফলেট বিতরণ করা হয়।