নির্মাতা সাজিদ হাসান লিখন তার দ্বিতীয় নাটক "নাম রেখেছি প্রেমিক" নিয়ে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছেন। প্রথম নাটক "বিষচন্দ্রিমা" দর্শকদের প্রত্যাশার চেয়েও বেশি ভালোবাসা পেয়েছিল, তাই এবার নতুন নাটকের জন্য আগ্রহ আরও বেশি।
"নাম রেখেছি প্রেমিক" নাটকটিতে অভিনয় করেছেন মীর রাব্বি, পার্থ শেখ, মারিয়া শান্ত এবং আরও অনেকে। আগের মতোই, নাটকের কাহিনি, সংলাপ, চিত্রনাট্য এবং পরিচালনা সবকিছুই সাজিদ হাসান লিখন নিজেই করেছেন।
বিশেষ চমক হিসেবে নাটকের গানটিও তিনি লিখেছেন, তবে গায়ক কে, সেটি এখনো প্রকাশ করা হয়নি। জানা গেছে, বাংলাদেশের নাটকের ইতিহাসে এই গানে এমন কিছু হতে যাচ্ছে, যা আগে কখনো হয়নি!
নাটকটি একটি ত্রিভুজ প্রেমের গল্প, তবে এতে কোনো ডার্ক টুইস্ট নেই। বরং, নির্মাতা একটি নির্মল প্রেমের গল্প বলতে চেয়েছেন, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশাবাদী।
নাটকটি শীঘ্রই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে। পরিচালক এবং পুরো টিম দর্শকদের ভালোবাসার অপেক্ষায় আছেন।
বিডি প্রতিদিন/আশিক