একাত্তরটি নাট্যদল নিয়ে যাত্রা শুরু করা ঢাকা মহানগর নাট্য পর্ষদে যুক্ত হয়েছে আরও ১৪টি। আর এই ৮৫টি নাট্যদলের নাটক নিয়ে রাজধানীর পাঁচটি মিলনায়তনে শুরু হতে যাচ্ছে নাট্যোৎসব। এই উৎসব হবে তিনটি পর্যায়ে, যার প্রথম পর্যায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে।
থিয়েটারে দর্শক উপস্থিতি বাড়াতে ও নতুন দর্শক সৃষ্টির লক্ষ্যে ঢাকা মহানগর নাট্য পর্ষদ এই উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। মোট ৮৫টি নাট্যদল ৮৫টি নাটক নিয়ে পর্যায়ক্রমে পাঁচটি মিলনায়তনে এ উৎসবে অংশগ্রহণ করবে। এছাড়া থিয়েটারের সংকট, সম্ভবনা ও দর্শক সম্পৃক্ততার বিষয়গুলো বিবেচনায় নিয়ে আয়োজন করা হবে তিনটি সেমিনার।
‘শিল্পের আলোয় ভরে উঠুক মঞ্চের আঙিনা, দর্শকই স্বজন, দর্শকই প্রেরণা’ প্রতিপাদ্য নিয়ে ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি নাট্যোৎসবের আসর বসবে নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। শনিবার বিকাল ৫টায় মহিলা সমিতি প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করবেন শতাধিক দর্শক ও মঞ্চের অভিনয়শিল্পী।
উৎসবের আয়োজকেরা জানান, প্রতিদিন নাটক মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায়। প্রতিদিনের টিকেট মূল্য ৫০০, ৩০০ ও ২০০ টাকা । তবে ১০০০ টাকা দিয়ে ‘সিজন টিকেট’ সংগ্রহ করলে এক টিকেটেই প্রথম পর্যায়ের ১৪টি নাটক দেখা যাবে। অগ্রিম টিকেটের জন্য যোগাযোগ করতে হবে ০১৭০১-২২৪৯৯৯ নম্বরে।
ঢাকা মহানগর নাট্য পর্ষদের সদস্য সচিব কামাল আহমেদ বলেন, “দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে এই উৎসব হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং জহির রায়হান মিলনায়তনে।” পরবর্তীতে মঞ্চ নাটক করা যাবে এমন স্থান পেলে সেখানেও এই উৎসব বর্ধিত করা হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ