ভারতীয় হিন্দি সিনেমার তারকা অভিনেতা সঞ্জয় দত্তকে যখন অস্ত্র মামলায় জেল খাটতে হয়েছিল, তকন তার মঙ্গল কামনায় বহু অনুরাগীর পূজা এবং উপবাসের খবর এসেছিল। এই অভিনেতাকে নিয়ে যে উন্মাদনার শেষ হয়নি, তার নজির মিলল আরও একবার। এক অনুরাগী মৃত্যুর আগে তার ৭২ কোটি রুপি পাঠিয়েছিলেন সঞ্জয়কে।
এই খবর দিয়েছে ইন্ডিয়া টুডে। এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে লেখা হয়েছে নিশা পাতিল নামের ওই নারী তার জীবদ্দশায় কখনো সঞ্জয়ের সঙ্গে দেখা করেননি। অভিনেতাকে তিনি বরাবর দেখে এসেছেন পর্দায়। ঘটনাটি ২০১৮ সালের। নিশা ছিলেন মুম্বাইয়ের বাসিন্দা, ভুগছিলেন জটিল কোনো একটি অসুখে। মৃত্যুর আগে নিজের অ্যাকাউন্টের সব টাকা অভিনেতার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে ব্যাংককে চিঠি লিখে পাঠিয়েছিলেন নিশা।
পুরো ঘটনা জেনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন সঞ্জয়। কোটি কোটি টাকার ওই সম্পত্তি বুঝে নেওয়ার বিষয়ে সঞ্জয় কোনো আগ্রহ দেখাননি বলে জানিয়েছেন এই অভিনেতার আইনজীবী। অভিনেতা তার আইনজীবীর মাধ্যমে ব্যাংককে জানিয়েছিলেন, নিশা পাতিলের সঙ্গে তার ব্যক্তিগত কোনো চেনা পরিচয় নেই। তাই সম্পত্তি বুঝে নেওয়ারও কোনো প্রশ্নই ওঠে না। সঞ্জয়ের কথায়, আমি তো নিশা পাতিলকে চিনতামই না, তাই সম্পত্তি নেব না।পুরো ঘটনায় আমি দারুণ অভিভূত হয়েছি এটা বলতে পারি।
চার দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। অভিনয় করেছেন ১৩৫টিরও বেশি সিনেমায়। পর্দায় সঞ্জয়ের নায়ক হিসেবে অভিষেক ১৯৮১ সালে, টিনা মুনিমের সঙ্গে জুটি বেঁধে ‘রকি’ সিনেমা দিয়ে। পথটি করে দিয়েছিলেন বাবা সুনীল দত্তই। তিনি ওই সিনেমার পরিচালক ছিলেন। বক্স অফিসে সুপারহিট হয় ‘রকি’।
সিনেমায় আসার আগে সঞ্জয়কে সবাই চিনত কিংবদন্তি অভিনেত্রী নার্গিসের কিংবা অভিনেতা-রাজনীতিক সুনীল দত্তের সন্তান হিসেবে। তবে ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা, মাদকে উন্মাতাল, নারীসঙ্গে বেসামাল, দাগি আসামি হয়ে কারাগারের অন্তরাল হওয়া, সব মিলিয়ে সিনেমার সঞ্জয় দত্তের নিজের জীবনটাও যেন এক সিনেমা। সঞ্জয়ের জীবদ্দশাতেই তার জীবন নিয়ে হয়েছে সিনেমা। বছর কয়েক আগে ক্যান্সারকে জয় করে কাজে নিয়মিত হয়েছেন সঞ্জয়। বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও ব্যস্ত আছেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ