ভালোবাসা দিবস উপলক্ষ্যে নতুন দুইটি গান নিয়ে হাজির হচ্ছেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা এরই মধ্যে একটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। এ গানের শিরোনাম ‘জাদুরে মধুরে’। অপর গানটির শিরোনাম ‘কী মন্ত্রণা জানেরে’। তবে এটি এখনও প্রকাশ হয়নি।
জাদুরে মধুরে’ গানের কথা লিখেছেন আশিক মাহমুদ, সুর সংগীত করেছেন আকাশ মাহমুদ। এতে সালমার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন আকাশ মাহমুদ। ‘কী মন্ত্রণা জানেরে’ গানটি প্রসঙ্গে সালমা জানান, দ্রুতই প্রকাশ হবে।
সালমা বলেন, ‘আশিক মাহমুদের লেখা এবং আকাশ মাহমুদের সুর সংগীতে ‘জাদুরে মধুরে’ গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। এ গানের কথা ও সুর সত্যিই অন্যরকম। ভালোবাসা দিবসের জন্য পারফেক্ট গান। আশা করছি শ্রোতারা এটি উপভোগ করবেন।’
তিনি আরও জানান, ‘আরেকটি নতুন গান গেয়েছি। দ্রুতই এটি প্রকাশ হবে কোনো একটি ইউটিউব চ্যানেলে। এটিও প্রেমের গান। শ্রোতারা এখন যে ধরনের গান পছন্দ করছেন সেই আমেজ পাওয়া যাবে এই গানে। ’
সম্প্রতি নতুন গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটছে সালমারর। আগামী কয়েকদিন নতুন চারটি গানের ভয়েজ রেকর্ডিং ও মিউজিক ভিডিওর কাজ রয়েছে। আজ গাজীপুরে একটি স্টেজ শোতে পারফর্ম করবেন তিনি।
এরপর আগামী ১৯ ফেব্রুয়ারি মাদারীপুর, ২০ ফেব্রুয়ারি গাজীপুর, ২২ ফেব্রুয়ারি হবিগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ফেঞ্চুগঞ্জ ও ২৬ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে যাবেন স্টেজ শোতে অংশ নিতে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ