অপরাধীরা অপ্রতিরোধ্য হয়ে উঠছে। একসময় বহুতল ভবনগুলোকে আবাসস্থল হিসেবে তুলনামূলকভাবে নিরাপদ ভাবা হতো। সেসব ভবনেও অহরহ ঘটছে ডাকাতির ঘটনা। রাজধানীর সড়কগুলো ছিনতাইয়ের অভয়ারণ্যে পরিণত হয়েছে প্রায় সাত মাস ধরে। জুলাই গণ অভ্যুত্থানের সব অর্জন গিলে খাচ্ছে আইনশৃঙ্খলার দুরবস্থা। দুর্ভাগ্যজনক হলেও সত্য এগুলো দেখার দায়িত্ব যাঁদের, তাঁরা আত্মপ্রসাদে ভুগছেন। একজন তো বলেই বসেছেন, আইনশৃৃঙ্খলার অবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে ভালো। কথায় বলে শুকনো কথায় চিড়ে ভিজে না। কর্তাব্যক্তিরা দাবি করলেই আইনশৃঙ্খলায় স্বস্তি আসবে, তা ভাবার কোনো যুক্তি নেই। বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ প্রতিবেদনে বলা হয়েছে, চরম নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। কোনো কিছু বুঝে ওঠার আগেই অসহায় মানুষের ওপর হামলে পড়ছে দুর্বৃত্তরা। অতীতে অপরাধীরা রাতে সক্রিয় হলেও, বর্তমানে দিনদুপুরেই তারা বেপরোয়া। দুর্বৃত্তদের হামলায় ঘটছে নির্মম মৃত্যুর ঘটনা। রাস্তায় নেমে মহাসড়কে চরম নিরাপত্তাহীনতার প্রতিবাদ জানিয়েছেন যানবাহনের চালকরা। ভুক্তভোগীদের অভিযোগ, বেশির ভাগ এলাকায় অভিন্ন চেহারার অপরাধীরাই দাপিয়ে বেড়াচ্ছে। কেবল পরিবর্তন হয়েছে তাদের পৃষ্ঠপোষক। অপরাধীকে অপরাধী হিসেবে না দেখলে কোনোভাবেই অপরাধ নিয়ন্ত্রণে আসবে না। গত বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছিনতাইয়ের দৃশ্য ভেসে বেড়াচ্ছে। মগবাজার ফ্লাইওভারের নিচে রাতের কোনো একসময়ে একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক এসে থামে। কয়েক সেকেন্ড পর পেছন থেকে রিকশায় আসছিলেন দুই যাত্রী। মুহূর্তেই তারা চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। প্রাণভয়ে পালিয়ে যান রিকশাচালক। নির্বিঘ্নে ছিনতাই শেষে চলে যায় দুর্বৃত্তরা। রাজধানীসহ দেশের প্রতিটি জনপদ মানুষশকুনদের কাছে জিম্মি হয়ে পড়েছে। পৌনে ১৬ বছরের কর্তৃত্ববাদী সরকারের দুর্নীতি-অপরাধ ঢাকা পড়ছে দুর্বৃত্তদের কর্মকাণ্ডে। দেশের মানুষ দুটি ব্যাপারে স্পর্শকাতর। এর একটি হলো দ্রব্যমূল্য, আরেকটি আইনশৃঙ্খলা। দুই ক্ষেত্রেই সরকার তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ায় জনমনে হতাশা বাড়ছে। সরকারকে আইনশৃৃঙ্খলা রক্ষায় সংকল্পবদ্ধ হতে হবে নিজেদের স্বার্থেই।
শিরোনাম
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)
- নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো ডোবায়
- টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জমি নিয়ে বিরোধে বোনের হাতে প্রাণ হারালো ভাই
- চাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেফতার
- ঈদের তৃতীয় দিনে দেড় লাখ দর্শনার্থীতে মুখর চিড়িয়াখানা
- উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
- ১১ জনের খেলায় ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করে বিশ্বরেকর্ড!
- কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল
- রাজধানীতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
- নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে
- ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
- ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
- গাজায় এক মাস ধরে বন্ধ ত্রাণ প্রবেশ, দুর্ভিক্ষের আশঙ্কা
- হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট পেয়েছে প্রসিকিউশন
- ইসরায়েলবিরোধী পোস্ট করলেই বাতিল হতে পারে মার্কিন ভিসার আবেদন
- সীমানা পেরিয়ে হামলা চালাল পাকিস্তানি সেনারা, ভারত বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন
অপরাধীরা বেপরোয়া
আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় হোন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর