শীতের হিমশীতলতা থেকে বসন্তের ঝরাপাতার উৎসব যখন আগমনী বার্তা দিচ্ছে, এমন সময়ে আপনার কেনাকাটায় জমজমাট অফার নিয়ে বসুন্ধরা সিটি শপিংমলে শুরু হচ্ছে ‘ক্লিয়ারেন্স সেল’ ক্যাম্পেইন।
শনিবার (০১ ফেব্রুয়ারি) ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলে এই আয়োজনের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপ বিসিডিএল-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা।
টানা দশ দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণ করছে দেশসেরা আটটি অ্যাপারেল ব্র্যান্ড।
অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছ— মেন’স ওয়ার্ল্ড, ক্লাভহাউস, ক্যাপশন, স্প্ল্যাশ, ফ্রিল্যান্ড, ভোগ বাই প্রিন্স, কিউরিয়াস এবং ইনফিনিটি।
বসুন্ধরা সিটির লেভেল-১-এ অ্যাট্রিয়ামে ক্লিয়ারেন্স সেল চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।