মাছ ধরিতে মাছরাঙাটি
জটিল অঙ্ক কষে,
পুকুর পাড়ের ডালিম ডালে
ঠোঁট ঝুকিয়ে বসে।
পেট ভরে খায় চিংড়ি, পুঁটি
বলবে ওরই মাকে,
ঘরে বসে মাছরাঙার মা
অপেক্ষাতে থাকে।
বুদ্ধি করে মাছরাঙাটি
ফেললো পুঁটি ফাঁদে,
ফাঁদে পড়ে পুঁটি মাছে
বাঁচাও বলে কাঁদে।
মাছরাঙাটি বলতে থাকে
লাগছে আমার খিদে,
আজকে তোকে গিলেই খাব
বলে গায়ের জিদে।