অতিথি পাখি দলে দলে
আসে বঙ্গদেশে,
পাখা মেলে দিঘির জলে
মনের সুখে ভাসে।
একডুবে এ পাড় থেকে
ও পাড় চলে যায়,
ক্ষুধা পেলে খুঁজে খুঁজে
মাছ ধরে খায়।
ঘাসের ওপর ঠোঁট মুছে
উড়ে বসে গাছে,
এমন করে শীতের সময়
জীবন তাদের বাঁচে।
এই পাখির কল-কাকলি
শুনতে লাগে বেশ,
শীতের শেষে চলে গেলে
তবু থাকে রেশ।