আমার ভাষা বাংলা ভাষা
মাতৃভাষার জয়
মুখের ভাষা মধুর ভাষা
জীবন করে ক্ষয়।
যুদ্ধ করে জীবন দিয়ে
মুক্ত স্বাধীন ভাষা
রক্ত ক্ষয়ে বাংলা ভাষা
আমার ভালোবাসা।
আমার ভাষা বাংলা ভাষা
মধুর সুবাসমাখা
মুক্ত স্বাধীন বাংলা ভাষা
হৃদয় কোণে আঁকা।
আমার ভাষা বাংলা ভাষা
মাতৃভাষার জয়
মুখের ভাষা মধুর ভাষা
জীবন করে ক্ষয়।
যুদ্ধ করে জীবন দিয়ে
মুক্ত স্বাধীন ভাষা
রক্ত ক্ষয়ে বাংলা ভাষা
আমার ভালোবাসা।
আমার ভাষা বাংলা ভাষা
মধুর সুবাসমাখা
মুক্ত স্বাধীন বাংলা ভাষা
হৃদয় কোণে আঁকা।
১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম