বরই গাছে চড়ুই পাখি
করছে ডাকাডাকি,
ডালে ডালে পাখিরা সব
দিচ্ছে মৃদু ঝাঁকি।
ফুড়ুৎ ফুড়ুৎ উঠছে নামছে
নড়ছে বরই পাতা,
মাটির ওপর দাগ পড়েছে
যেন নতুন খাতা।
বিরিজিরি শব্দ করে
শুনতে মধুর লাগে,
সারাটাদিন শব্দ শোনার
ইচ্ছা মনে জাগে।
বরই গাছের পাতার নিচে
চড়ুই পাখি হারায়,
পাতার মধ্যে চড়ুই খুঁজতে
ইচ্ছা প্রবল বাড়ায়।