রাতের বেলা নিঝুমপুরী
জোনাক দলে দলে,
আঁধার ফুঁড়ে চমক তুলে
কেবল নিভে জ্বলে।
নিযুত কোটি তারার হাটে
খোঁপায় রাঙা ফুল,
আঁচল দিয়ে কোমর বাঁধা
চাঁদের কানে দুল।
এগিয়ে যেতে একটি পথে
নিয়ম বাঁধা তাতে,
নীলাকাশের কিরণ মালা
শোভা জোছনা রাতে।
ঢেউয়ে দোলে পুকুর জলে
চাঁদের উঁকিঝুঁকি,
মায়ের পাশে রংতুলিতে
খুকির আঁকাবুকি।