একটা পাখি স্বদেশ ছেড়ে
এসেছে বাংলাদেশে
সেই পাখিটার ভীরু চোখ
তারে দিও ভালোবেসে।
এ গাছ বসে ও গাছ বসে
ভালো লাগে না কিছু
অতীতের স্মৃতিরা যে তার
বারবার নেয় পিছু।
আসার পথে ছানাটি তার
হারিয়ে গেছে হায়
কোথায় আছে কী করছে
কোনো খবর নাই।
সাত সমুদ্দুর তেরো নদী
দিয়েছে সে পাড়ি
সবকিছু ভুলে এখন তার
বাংলাদেশই বাড়ি।