টুম্পামনির ব্যস্ততা কী
সাজায় বাড়ি-ঘর
বিদেশ থেকে আসবে নাকি
তার পুতুলের বর!
রান্নাবান্না, মেহমানদারি
কাজ কোনো কি কম?
এতটুকুও নেই ফুরসত
ফেলবে একটু দম!
অতিথিরা সবাই এলো
আলোকিত ঘর
টুম্পামনি কেঁদে ভাসায়
বর এলো না বর!
মা টুম্পাকে সান্ত¡না দেয়
ধার্য করে দিন
শুক্রবারে নতুন তারিখ
বাজবে সানাই-বীণ!