গরম জামা, টুপি পরে,
খোকা-খুকু নামতা পড়ে,
মনটা দিয়ে তারস্বরে,
পড়া শেষে যায় দৌড়ে।
মা ডাকে যে জোরে জোরে
মাকে কাজে হেল্পও করে,
খেজুর গুড়ের ভাপা ওরে,
মা যে বানায় রান্না ঘরে।
ভাপা পিঠার স্বাদে উমে
শীত সকালটা দারুণ জমে।
গরম জামা, টুপি পরে,
খোকা-খুকু নামতা পড়ে,
মনটা দিয়ে তারস্বরে,
পড়া শেষে যায় দৌড়ে।
মা ডাকে যে জোরে জোরে
মাকে কাজে হেল্পও করে,
খেজুর গুড়ের ভাপা ওরে,
মা যে বানায় রান্না ঘরে।
ভাপা পিঠার স্বাদে উমে
শীত সকালটা দারুণ জমে।
১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম