সোনামণি ঘুমের আগে
শুনে শুধু গল্প,
ভূতপ্রেতের আর চাঁদের বুড়ির
করে নানা কল্প!
হীরক রাজার দেশে ছিল
সোনাদানা ভরা,
ভূতপ্রেতেরা বেঁধে বাসা
জমায় আসর ওরা!
চাঁদের বুড়ি মিষ্টি হেসে
দুষ্টুমিতে বলে,
আজকে ভূতে ভাঙবে যে ঘাড়
হরেক রকম ছলে!
হীরক রাজা রাগের বশে
ভূতকে দিল তাড়া,
ভূতের সর্দার রেগে গিয়ে
বলল রাজা দাঁড়া!