আমার বাবার মামা আছে
মা’রও আছে মামা,
আমার মামা পরেন, চশমা-
পাঞ্জাবি পায়জামা।
পিসির মামা মাসির মামা
মামার মামাও আছে,
দিদারও নাকি মামা আছে
জানলাম তাঁর কাছে।
পিসার মামার সুন্দর হাসি
ডানগালে তার তিলও,
দাদুর মায়ের পেটেরই ভাই
ছজন মামা ছিল।
কারোর মামা নেই, আছে ফের কারোর মামা দূরে,
সবার তবে চাঁদমামা এক
আছে জগৎজুড়ে।