খোকার চোখে ঘুমের দেবীর
টান চরম
শীত এসেছে চাঁদ মামা
তাই পান শরম।
শীত এসেছে সূর্য ওঠে
লেট করে
খেজুরের রস পান করে সব
পেট ভরে।
প্রজাপতি যায় উড়ে যায়
ফুল বনে
শীত এসেছে কাঁচা-পাকা
কুল সনে।
বিলের ধারে আসছে পাখি
অতিথি
শীত এসেছে বুড়া-বুড়ির
ক্ষতি কী?
গরম কাপড় আছে এখন
আদরে
শীত এসেছে আমার দাদুর
চাদরে।