শীত নেমেছে ঘোমটা খুলে
বইছে ঠান্ডা বাতাস,
বৃষ্টি আবার আসছে ধেয়ে
পাওয়া যাচ্ছে আভাস।
শীতের ভয়ে পানি ছেড়ে
ব্যাঙ গিয়েছে বনে,
শেয়াল পন্ডিত কাঁকড়া ধরে
খাচ্ছে আপন মনে।
রসের পিঠার ধুম পড়েছে
বিত্ত পাড়া জুড়ে,
কুয়াশা দেখে সূর্য মামা
গেছে অচিনপুরে।
বস্তির বসত মানুষগুলো
কষ্ট অনেক করছে,
ঠান্ডা বাতাস তাদের ওপর
হুমড়ি খেয়ে পড়ছে।