আমরা জানি সিংহী হলো হিংস্র, অহংকারী এবং ছোট প্রাণীদের তাচ্ছিল্যের সঙ্গে দেখে। এমন একটি সিংহী একবার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, সেই সময় একটি কাঁটা তার পায়ে ফুটে যায়। অহংকারী হওয়ার জন্য, সিংহীটি কারও সাহায্য না চাওয়ার সিদ্ধান্ত নেয়। সে জঙ্গলের আশপাশে গেল, ফলে আরও দুর্বল হলো এবং রক্তপাত হতে থাকল।
এক দিন, সিংহীটি একটি ছোট্ট ইঁদুরের পেছনে তাড়া করল। সিংহীটির অনেক কষ্ট হচ্ছিল। যদিও ইঁদুরটি বেশ ভয় পেয়েছিল, তবুও সিংহীটিকে সাহায্য করার পক্ষে যথেষ্ট সাহসী ছিল। ছোট ইঁদুরটি, অনেক চেষ্টার পরে, সিংহীর পাঞ্জা থেকে কাঁটা বের করতে এবং তাকে ব্যথা থেকে মুক্তি দিতে সক্ষম হলো।
যদিও সিংহীটি এত বড় ও শক্তিশালী ছিল এবং ইঁদুরটি এত ক্ষুদ্র ও নম্র ছিল, তবুও ইঁদুরটির দয়ালু মনোভাব সিংহীটির জীবন বাঁচিয়েছিল।
গল্পের শিক্ষা
বিনীত হন এবং কখনো ভুলে যাবেন না যে আকার কখনোই শক্তির বা উপযোগের কোনো গ্যারান্টি নয়।