ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ (কাচারী জামে মসজিদ) এর পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কাজের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ করতে বলেন তিনি।
মহাসচিব বলেন, ব্যবসায়ীদের এমন অবস্থায় মসজিদ পুনঃনির্মাণের জন্য অর্থ সংগ্রহ করা একটি কঠিন চ্যালেঞ্জ হবে। তবুও আমি বিশ্বাস করি, যেহেতু আল্লাহর ঘরের কাজ, আল্লাহর সাহায্যে আমরা এই কাজ শেষ করতে পারবো।
মসজিদ নির্মাণের কাজের শৈশবের স্মৃতি নিয়ে তিনি বলেন, এ মসজিদের কাজ যখন শুরু হয় আমরা হাই স্কুলে পড়তাম। ছাত্ররা লাইন ধরে এসে মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিলাম। ইট আনা ও বস্তা আনার কাজ করেছিলাম।
উদ্বোধনে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কমিটির আহ্বায়ক ডা. আবু মো. খায়রুল কবির, মসজিদ নির্মাণ কমিটি, কার্যনির্বাহী কমিটিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান।
প্রায় ৩৪ কোটি ব্যয়ে ৬ তলা বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ কাজ সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন মসজিদ নির্মাণ কমিটি।
বিডি প্রতিদিন/জামশেদ